ইউনাইটেড স্ট্যার্ন্ডাড স্কুল এ ২০২১ শিক্ষাবর্ষে নির্ধারিত আসনে প্লে হতে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর অভিভাবকদের নিকট থেকে নির্ধারিত ফরমের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ভর্তি ফরম সংগ্রহের শুরুর তারিখ: ০৫ ডিসেম্বর ২০২০ ইং
ভর্তি ফরম সংগ্রহের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত, আসন ফাঁকা সাপেক্ষে ।
বই উৎসব: ২রা জানুয়ারি ২০২১ (অনুমতি সাপেক্ষে স্কুলে)
ক্লাস শুরু: ১৭ জানুয়ারি ২০২১ বিদ্যালয় খোলার অনুমতি সাপেক্ষে ক্লাস রুমে । (বিকল্প- অনলাইন লাইভ ক্লাস সকালে এবং সন্ধ্যায় রেকর্ডিং ক্লাস প্রচার)।
আবেদনপত্র সংগ্রহ ও ভর্তি প্রক্রিয়া:
স্কুল অফিস হতে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে । ভর্তিফরম সঠিক ভাবে পূরণ করে তা অফিসে জমা দিতে হবে । আসন ফাঁকা সাপেক্ষে ভর্তি করা হবে । অধিক আবেদন পড়লে লটারির মাধ্যমে তা চূড়ান্ত করা হবে।
ভর্তির প্রয়োজনীয় কাগজ পত্র:
১. ছাত্র-ছাত্রীর ২ কপি পাসপোর্র্ট সাইজের ছবি ।
২. জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
৩. বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ১ কপি করে ফটোকপি ।
৪. ২য় -৭ম শ্রেণি পর্যন্ত পূর্ব শ্রেণির ছাড়পত্র ।
বি.দ্র: আবেদন গ্রহণ ও জমাদানের সময় মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যক ।
COMMENTS